কুমারখালীতে যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
৯ নভেম্বর ১৯৭১ সালে কুষ্টিয়া কুমারখালী সদকী ইউনিয়নে ঘাসখাল দরবেশপুর গ্রামে কার্তিক চন্দ্র প্রামানিক এর বাড়িতে গেরিলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সৈয়দ হোসাইনুল বাহার এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সাথে পাক বাহিনী ও রাজাকারদের ব্যাপক সংঘর্ষ হয়ে পাঁচজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন।

কুমারখালীতে যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
উক্ত দিনটিকে স্মরণীয় করে রাখতে (১২ নভেম্বর) রবিবার সকাল ১১ টার সময় ঘাসখাল দরবেশপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দর আয়োজনে দিনটি উপলক্ষে সকল শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় সংগীতের তালেতালে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর যুদ্ধকালীন জেলা ডেপুটি কমাণ্ডার (বি.এল.এফ) ও সাবেক প্রশাসক, জেলা পরিষদ, কুষ্টিয়া, বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবসরপ্রাপ্ত) সমসের আলী, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) শেখ দলিল উদ্দিন আহম্মদ,বীর মুক্তিযোদ্ধা মাসুদ ইকবাল।
উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু , যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট পরিমল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান চাষী, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন জোয়াদ্দার,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক প্রমুখ।
