বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া কুমারখালীতে চলছে মেলার নামে লটারি ও জুয়া। বেশ কিছুদিন ধরে এই লটারি ও জুয়ার কারণে এলাকার আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। বেড়েছে চুরি। সোমবার রাতে সরেজমিন দেখা গেছে, কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্ৰামের চাপাইগাছি মেলাতে চলছে র্যাফেল ড্রর নামে লটারি শুরু হয়েছে।
এলাকাবাসীর দাবির মুখে গত সপ্তাহে এখানে পুলিশ অভিযান চালিয়ে লটারি ও জুয়ার প্যান্ডেল ভেঙে দিয়েছিল।
স্থানীয় সাবেক এক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এই লটারি চলছে। স্থানীয় লোকজন প্রতিবাদ করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয়রা জানান, আড়াই থেকে তিন শতাধিক রিকশা-ভ্যান ও ইজিবাইক নিয়ে মাইকিং করে বিক্রি করা হয় ২০ টাকা মূল্যের লটারি। রাতে ডিশ সংযোগের মাধ্যমে টিভিতে সরাসরি লটারি প্রচার করা হয়। দূরবর্তী গ্রাম এলাকাতে মেলা হলেও ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে লটারির কার্যক্রম প্রচার হয় জেলার অধিকাংশ এলাকায়।
পুরস্কার হিসেবে প্রদান করা হয় মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, ইজিবাইক এমনকি প্রাইভেটকারও। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
