কুমারখালীতে মূল্য তালিকা না থাকায় জরিমানা  - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে মূল্য তালিকা না থাকায় জরিমানা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৪, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে মূল্য তালিকা দোকানে প্রদর্শন না করায় দুই ফল দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (২৩ মার্চ) বিকেলে কুমারখালী রেল স্টেশন বাজারে  এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। তিনি  বলেন, দোকানে মূল্য তালিকা না থাকায় দুইটি ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশের সদস্য, ও ভূমি কার্যালয়ের স্টাফরা  উপস্থিত ছিলেন।