কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৮, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া  এলাকা থেকে মান্নান শেখের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪৬ কে আটক  করা হয়। এই সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিষিদ্ধ ইয়াবা বিক্রির অপরাধে তাকে আটক করা হয় এবং কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। অপরদিকে পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য বিক্রির দায়ে কুমারখালী সেরকান্দি গ্রামের মুসা খাঁর ছেলে রকি  (৩৫) ও একই গ্রামের  মো. জালাল শেখের ছেলে রমজান শেখ (৪০) কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।