মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার কুমারখালী মৎস্য বাজারে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি ব্যবহার করে মাছের ওজন বৃদ্ধির মাধ্যমে প্রতারণার দায়ে কুমারখালী পৌর এলাকার এলাঙ্গীপাড়ার মৃত আলিমুদ্দিন ছেলে মোস্তফা কনক (৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০০০ (পাঁচ হাজার) জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টার সময় এই ঘটনা ঘটেছে কুমারখালী পৌর মাছ বাজারে। জানা যায়, গতকাল শনিবার (১জুন) বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান কুমারখালী মাছ বাজার থেকে ১ কেজি চিংড়ি মাছ কিনে বাসায় এসে মাছ কাটার সময় দেখতে পায় মাছের মাথার মধ্যে জেলি ভরা। মৎস্য কর্মকর্তা তখন একজন ভোক্তা হয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাতকে অবগত করেন। এই বিষয়ের প্রেক্ষিতে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছ ব্যবসায়ী কনক কে ৫ হাজার টাকা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত বলেন, চিংড়ি মাছের ভেতর ক্ষতিকর জেলি ঢুকিয়ে প্রতারনার বিষয়টি আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করে তাৎক্ষণিক আমি আমার টিম নিয়ে অভিযান পরিচালনা করি এবং চিংড়ি মাছ ব্যবসায়ীর এমন প্রতারণা হাতেনাতে প্রমাণ পায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা চিংড়ি মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। উল্লেখ্য, বিগত দিনেও একই ব্যবসায়ীকে একই অপরাধে ৩০০০ (তিন হাজার) টাকা জরিমানা করা হয়েছিল, ভবিষ্যতে এমন অপরাধ করলে আইন অনুযায়ী জেলে পাঠানোর বিষয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
