কুমারখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ-২০২৪ উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ-২০২৪ উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৯, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে চলছে সাংগঠনিক পক্ষ। “বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী – পুরুষের সমতা”-এই স্লোগানের আলোকে (১৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) পর্যন্ত মহিলা পরিষদের পক্ষ থেকে সাংগঠনিক পক্ষ পালন করা হবে। সংগঠনের শক্তি বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করাই এই কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য। এই কর্মসূচি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পালন করা হচ্ছে। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪ টার সময় উপজেলা মহিলা পরিষদ অফিসে সাংগঠনিক পক্ষ-২০২৪ এর কর্মসূচি উদ্বোধন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার সভাপতি হোসনেয়ারা রুবী, মহিলা পরিষদ কুমারখালী শাখার সাধারণ সম্পাদক ইশরাত জাহান, সাংগঠনিক সম্পাদক মনিরা হোসেন মেরী প্রমুখ। সভানেত্রী হোসনেয়ারা রুবী বলেন, এই কর্মসূচি পালনের মাধ্যমে সংগঠনের শক্তিকে দৃঢ়ভিত্তিতে দাঁড় করান, সংগঠকদের ক্রমাগত মানোন্নয়ন, সংগঠকদের পেশাদারীত্বের ক্ষেত্রে দক্ষ হয়ে উঠা ও একবিংশ শতাব্দীর চাহিদা পূরণে সংগঠন গড়ে তোলার দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হবে।