কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাটিকামারা শ্রী শ্রী কালী মায়ের মন্দিরে সাব মার্সিবল, গ্যাস সিলিন্ডার ও পূজায় ব্যবহৃত বেশকিছু কাসার থালা-বাসন চুরির অভিযোগ উঠেছে। এছাড়াও মন্দির ও মণ্ডপে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৯ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে মন্দিরের পুরোহিত আসলে বিষয়টি জানাজানি হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, মন্দিরের সাব মার্সিবল, গ্যাস সিলিন্ডার ও কাসার উপকরণ গুলো নেই।
মন্দির ঘরের মণ্ডপের সামনে বেশকিছু ইট ও কাঠের ভাঙা টুকরো পড়ে আছে। কয়েকটি মণ্ডপে ফাঁটা ক্ষত রয়েছে। এসময় মন্দিরের পুরোহিত মিঠুন চক্রবর্তী বলেন, বিকেলে মন্দিরে এসে দেখি মন্দিরের গ্রীলের বাহির হতে প্রতিমার দিকে ইট পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। প্রতিমা গুলো কংক্রিটের তৈরি হওয়ায় ভাঙেনি। তবে কয়েকটি ফেঁটে গেছে। তিনি আরো বলেন, মন্দিরের পাশে থাকা অন্য একটি কক্ষের তালা ভেঙে ভিতরে থাকা পূজায় ব্যবহত কাসার থালাবাসন গুলো ও গ্যাসের সিলিন্ডার নেই।
এছাড়াও সাবমার্সিবল টিউবওয়লটিও নেই। তাঁর ভাষ্য, রাতের আধারে কে বা কাহারা ধর্মীয় প্রতিষ্ঠানে এমন কাজ করেছে। এতে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মন্দিরে সভাপতি ও কুমারখালী হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুধাংশ কুমার ঘোষ বলেন, দুর্বৃত্তরা মন্দিরে হামলা ও লুটপাট করেছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি সাবমার্সিবল ও কিছু মালামাল চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও মণ্ডপের সামনে কিছু ইটপাটকেল নিক্ষেপের চিহৃ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
