মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালী বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ মে ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল কুমারখালী বাজারের খন্দকার স্টোর, মঙ্গল স্টোর, অরবিন্দ স্টোরে এই অভিযান পরিচালনা করেন। খাদ্য দ্রব্য মূল্য তালিকা, পাকা ভাউচার না থাকা, চিনি ও সুয়াবিন তেলের দাম বেশি নেওয়ার অভিযোগে তিন দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারী ইন্সক্টের আরাফাত আলী সহ পুলিশের সদস্যরা। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, জেলা কার্যালয়ের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইনে কুমারখালী বাজারে অভিযান চালিয়ে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
