কুমারখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের লক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন।

কুমারখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার পরিদর্শক (তদন্ত) সুকল্যাণ বিশ্বাস, কুমারখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, কুমারখালী নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, পৌর কাউন্সিলর এস এম রফিক, সাংবাদিক কে এম আর শাহিনসহ প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
