মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে সপ্তাহ ধরে ভারি বৃষ্টিপাতের ফলে বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় মানুষের চলাফেরা ও যান চলাচল ব্যাহত হচ্ছে। অতি বৃষ্টির কারণে খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ বের হচ্ছে না বাড়ির বাইরে। এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো।
কোনো কাজ করতে না পারায় তারা মানবেতর জীবনযাপন করছে। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমজীবী মানুষ। ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না। দুএকটা ব্যাবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও ক্রেতা না পাওয়ায় বেচাকেনা হচ্ছে না। রাস্তাঘাট জনশূন্য। পৌর এলাকার ভ্যান চালক মিলন বলেন, বৃষ্টিতে ভালোভাবে গাড়ি চালাতে পারছি না। আমার ঘরে তিন জন সদস্য এবং মাথার ওপর এনজিওর দুটি কিস্তি আছে। ভ্যান চালিয়ে কোনোরকম চলি।
এর মধ্যে টানা বৃষ্টিতে। কীভাবে পরিবারের খাবার জোগাড় করব আর কীভাবেই কিস্তি দেব জানি না। দিন মজুর আক্কাস বলেন, বৃষ্টির কারণে কাজ পাওয়া যাচ্ছে না। ফলে আয় কমে গিয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছি। এভাবে সারাদিন বৃষ্টি হলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। কাঁচামাল ব্যবসায়ী চাঁদ জানান, বৃষ্টির কারণে মানুষজন ঘর থেকে বের হচ্ছে না। তাই কাঁচামাল বিক্রিও কমে গেছে, আয়ও কমে গেছে।
এদিকে ভারি বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় ডুবে গেছে ফসলি জমি। টানা বৃষ্টিপাতের কারণে নিচু জায়গাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় মানুষজনকে কষ্ট করে চলাচল করতে হচ্ছে। অন্যদিকে বৃষ্টির কারণে নদী ও খালের পানি বৃদ্ধি পেয়েছে। কুমারখালী আবাহাওয়া অফিসের দায়িত্বরত আল-আমিন বলেন, গত শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ১৫৫ মিঃ মিঃ।
