কুমারখালীতে ভাই হত্যা মামলায় ভাই-ভাবি ও ভাগ্নেসহ গ্রেফতার ৪ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ভাই হত্যা মামলায় ভাই-ভাবি ও ভাগ্নেসহ গ্রেফতার ৪

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২১, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক মজিবর রহমান শেখ (৬২) হত্যা মামলায় ছোট ভাই, ভাবি, ভাগ্নেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (১৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রাম থেকে আসামিদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২ টার দিকে তাঁদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। নিহত মজিবর রহমান শেখ উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মুলগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন-মজিবরের ছোট ভাই মজনু শেখ (৫৫) ও তাঁর স্ত্রী সায়েরা খাতুন (৪৫), ভাগ্নে অমিত হাসান (৩৬) ও চাচা নাসির শেখ (৪৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বসতবাড়ি জমি এবং ২৫ হাজার পাওনা টাকার জেরে ২০২৪ সালের এক নভেম্বর ভ্যানচালক মজিবর রহমানকে মারপিট করে রক্তাক্ত জখম করেন তাঁর ভাই, ভাবিসহ স্বজনরা।

এ ঘটনায় আহত হয়ে তিনি ৩ নভেম্বর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে নিজবাড়িতে চলে যান। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১২ নভেম্বর মারা যান। এ ঘটনায় ১৩ নভেম্বর মজিবরের স্ত্রী শরিফা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদী শরিফা খাতুন বলেন, বসতবাড়ির জমি ও পাওনা টাকার জেরে স্বামীকে হত্যা করেছে নিকটতম আত্মীয়রা। সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করেছি। কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, একটি হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আসামি ও বাদী নিকটতম আত্মীয়।