কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধা হান্নানের দাফন সম্পন্ন
কুষ্টিয়ার কুমারখালীতে প্রথম পতাকা উত্তোলনকারী, বীর মুক্তিযোদ্ধা, কুমারখালী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ও সাংবাদিক রেজাউল করিম হান্নানের মৃত্যুর দাফন সম্পন্ন হয়েছে ।

কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধা হান্নানের দাফন সম্পন্ন
তার পরিবার জানায় বাদক্ষ জনিত কারনে সন্ধ্যা ৬ টায় নিজ বাড়িতে মৃত্যু বরন করেন । বুধবার দুপুর ১ টায় বাদ যোহর দূর্গাপুর হাই স্কুল মাঠে গার্ড অফ ওনার প্রদান ও জানাযা অনুষ্ঠিত হয় । জানাযা শেষে দূর্গাপুর কবর স্থানে দাফন করা হয়।
নিহতের জানাযায় উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ , কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, কুমারখালী পৌর সভার মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামচ্ছুজ্জামান অরুন, বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনছুর মজনু , বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী সহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা , শিক্ষক , সহ আরো অনেকে ।
বীর মুক্তিযোদ্ধা হান্নানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপি , প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীরমুক্তিযোদ্ধা ইহসানুল করিম পৃথক পৃথক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানান। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
