কুমারখালীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১, ২০২৪

মোশারফ হোসেন ॥ তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া কুমারখালী উপজেলাতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৪- উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার  (৩১ মে) দুপুর ১২ টায় কুমারখালী উপজেলা পরিষদের সভাকক্ষে তামাক কোম্পানির হস্তক্ষেপ করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যর মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায়  কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিকাইল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,  উপজেলা সহকারী কমিঃ (ভূমি) আমিরুল আরাফাত,  সমাজসেবা কর্মকর্তা মহম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা এটি এম আবুল মনছুর মজনু, নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মদক, বিশ্বাস চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাস, কুমারখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু দাউদ রিপন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংবাদিক জাকের আলী শুভ প্রমূখ। বক্তারা তামাকমুক্ত বাংলাদেশ গড়তে পরিবার থেকে কাজ শুরু করার গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। নিজেকে দিয়ে কাজ শুরু করতে পারলে সেই কাজের ফলাফল সবসময়ই ভালো হয়। তাই আসুন আমরা সকলে মিলে তামাকমুক্ত বিশ্ব গড়ে তুলি। এছাড়াও আলোচনা সভায়  উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক, সাংবাদিক ও সূধীবৃন্দ।