কুমারখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৯, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বাটিকামারা যুব সমাজের উদ্যোগে এবং ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাটিকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিক অ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী।

মোঃ কিরণ শেখ ও খালিদ হাসান নয়নের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিক অ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলী বিশ্বাস, সোহাগ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নূরুল আমিন সোহাগ, কুমারখালী প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান, সদকী ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন নাসির, সাবেক ফুটবলার ফেরদৌস খোন্দকার পরাগসহ আরও অনেকে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় শিলাইদহ স্পোর্টিং ক্লাব ও সন্তোষপুর প্রজন্ম ফাউন্ডেশন। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৪-৫ গোলে শিলাইদহ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সন্তোষপুর প্রজন্ম ফাউন্ডেশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শত শত দর্শক খেলা উপভোগ করেন।