কুমারখালীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৮, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে যুবসমাজকে মাদকবিরোধী সচেতনতার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহ বাড়াতে বাটিকামারা যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার বাটিকামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার শুভ উদ্বোধন করেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী।

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ কিরন শেখ ও খালিদ হাসান নয়নের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নূরুল আমিন সোহাগ,বিশ্বাস চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী,সদকী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইমরান হোসেন নাসির প্রমুখ। এসময় অতিথিরা বলেন, ফুটবলের মতো জনপ্রিয় খেলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক কাজে জড়িত করা সম্ভব হলে সমাজ থেকে মাদকের প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। সেই সাথে মানসিক বিকাশে তরুণদের খেলাধুলার ওপর জোর দেন তারা। উদ্বোধনী খেলায় ২টি দল অংশ নেয়।