কুমারখালী প্রতিনিধি ॥ পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়া কুমারখালী দুর্গাপুর গ্রামে বসত বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৭ আগস্ট) দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী ওই এলাকার নজরুল ইসলামের বসত বাড়িতে এ হামলা-ভাংচুর করে। জানা যায়, কলা গাছ কাটা কে কেন্দ্র করে আব্দুল রশিদ ও নাজমুল এর স্ত্রী তুলি আক্তার মধ্যে মনোমালিন্য জেরে নাজমুল এর বাড়িতে হামলার ঘটনা ঘটে।
নাজমুলের স্ত্রী তুলি আক্তার বলেন, আমার প্রতিবেশী রশিদ এর সঙ্গে কলা গাছ কাটা নিয়ে বিরোধ চলছিল। তারা বলছে আমি তাদের কলা গাছ কেটেছি । কিন্তু আমি কলা গাছ কাটার সঙ্গে জড়িত না। তারা বিষয়ে থানায় একটি অভিযোগ দিলে থানায় সালিশে আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। এরপর রশিদ এবং তার লোকজন গতকাল শনিবার দুপুর ২ টার দিকে আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
সেই সময় তারা বলেন, আমরা বিএনপির নেতা এই বলে হুমকি ধামকি দেয় এবং বাড়ির জানালার গ্লাস ভেঙ্গে ফেলে। এই ঘটনায় আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিষয়ে অভিযুক্তরা কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
কবি সৈয়দ আবদুস সাদিক বলেন, গতকাল শনিবার দুপুর ২ টা দিকে একদল লোক এসে আমাদের হুমকি ধামকি দিয়েছে। তারা বলছে আমরা বিএনপির লোকজন। এরপর থেকে চরম ভয়ে আছি। আমরা তাদের চিনতে পারিনি। ধারণা করছি পাশের বাড়ির রশিদ এর লোকজন এই ঘটনা ঘটিয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, এই বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
