কুমারখালীতে পাঁচটি নির্বাচনী ক্যাম্প অপসারণ ও জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে পাঁচটি নির্বাচনী ক্যাম্প অপসারণ ও জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১, ২০২৪

আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত কার্যালয় স্থাপন করায় কুষ্টিয়া ৪ (কুমারখালী – খোকসা) আসনের নৌকা প্রার্থী সেলিম আলতাফ জর্জ ও ট্রাক মার্কার প্রার্থী আব্দুর রউফের সমর্থকদের পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

কুমারখালীতে পাঁচটি নির্বাচনী ক্যাম্প অপসারণ ও জরিমানা

এছাড়াও পাঁচটি অস্থায়ী কার্যালয় অপসারণ করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) বিকেল থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত উপজেলার চাপড়া, বাগুলাট ও চাদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এতথ্য নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত জানান, বিধি অমান্য করে প্রচারণী কার্যালয় খোলায় নৌকা ও ট্রাক মার্কা প্রতীকের সমর্থকদের পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পাঁচটি কার্যালয় অপসারণ করা হয়।

নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, কুষ্টিয়া ৪ (কুমারখালী ও খোকসা) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সেলিম আলতাফ জর্জের সাথে তুমুল প্রতিযোগিতা চলছে স্বতন্ত্র প্রার্থী ( ট্রাক) আব্দুর রউফের। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি করে এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে কুমারখালীতে দুই প্রার্থীর সর্বমোট ৪০ টি নির্বাচনী কার্যালয় থাকার কথা। কিন্তু আচরণবিধি লঙ্ঘন ওই দুই প্রার্থী ও সমর্থকরা ১১ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডে প্রায় ২৫০ টির বেশি কার্যালয় খুলে কার্যক্রম চালাচ্ছেন। এরই মধ্যে ওই দুই প্রার্থীর বেশ কয়েকটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।