কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা আদায় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা আদায়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২১, ২০২৩
কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা আদায়

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে রনি এলাহী (৩৪) নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বালু উত্তোলন করা হবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা আদায়

কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা আদায়

কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা আদায়

সোমবার (২০নভেম্বর) শেষ বিকেলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের হাসিমপুর এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। এসময় আদালতকে সহযোগীতা করেন কুমারখালী থানা পুলিশ। দণ্ডপ্রাপ্ত রনি এলাহী ইসলামপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে ও নারায়ণগঞ্জের সামি এন্টারপ্রাইজের কর্মচারী।

রাত সাড়ে আটটার দিকে এতথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মানদীতে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে মাটি ও বালু মহাল আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বালু উত্তোলন করবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।