কুমারখালীতে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া এবং চাঁদা দাবীর অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া এবং চাঁদা দাবীর অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৬, ২০২৩
কুমারখালীতে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া এবং চাঁদা দাবীর অভিযোগ

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের ন্যাশনাল পিপলস পার্টি (এন.পি.পি)’র প্রার্থীকে নির্বাচনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ন্যাশনাল পিপলস পাটির প্রার্থী শহিদুল ইসলাম কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানা গেছে।

কুমারখালীতে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া এবং চাঁদা দাবীর অভিযোগ

কুমারখালীতে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া এবং চাঁদা দাবীর অভিযোগ

কুমারখালীতে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া এবং চাঁদা দাবীর অভিযোগ

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণা করার সময়ে ন্যাশনাল পিপলস পাটির প্রার্থী শহিদুল ইসলামকে রবিবার (২৪) ডিসেম্বর দুপুর ২টার সময় কুমারখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের কর্মি সিয়াম কুমারখালী কাজীপাড়া রেল সংলগ্ন সুজনের মাইকের দোকানের মধ্যে শহিদুল ইসলামকে আটকিয়ে রাখে এবং চাঁদা প্রদান না করিলে কোন প্রকার নির্বাচন প্রচারন করিতে পারিবেন না। লিখিত অভিযোগে শহিদুল ইসলাম আরো উল্লেখ করেন, আটকিয়ে রাখার পর তিনি এই বিষয়ে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী সেলিম আলতাফ জর্জের মুঠোফোনে কথা বলেও কোন প্রতিকার পান নাই।

এরপর তিনি কুমারখালীর পৌর মেয়র সামসুজ্জামান অরুণের মুঠোফোনে ফোন দিলেও তিনি তার ফোন রিসিভ করেন নাই। সর্বশেষে আধা ঘন্টা আটকিয়ে রাখার পর ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শহিদুল ইসলামকে ছেড়ে দেন বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন। জানতে চাইলে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শহিদুল ইসলাম বলেন, আমাকে আটকিয়ে রেখে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে এই এলাকায় ভোট চাওয়া যাবে না, ভোট করতে হলে চাঁদা দেওয়া লাগবে। জানতে চাইলে অভিযুক্ত সিয়াম বলেন, এসব মিথ্যা কথা। উনার সাথে আমি বসে চা খেয়েছি এবং অনেক কথা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল হক বলেন, বিষয়টি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে নির্বাচন পর্যবেক্ষন তদন্ত কমিটির কাছে পাঠিয়েছি। উনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।