মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে নামাজরত অবস্থায় মো. নিজাম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের লাখ টাকা চুরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল ) দুপুরে কুমারখালী উপজেলা মসজিদে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা পান্টি ইউনিয়নের ডাসা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ঐ ব্যক্তি উপজেলা মসজিদে জোহরের নামাজ আদায় করার সময় পাঞ্জাবির পকেটে রাখা জমি বিক্রির টাকা চুরি হয়েছে। নামাজরত অবস্থায় এই ঘটনা ঘটে। পরে অনেক খোঁজাখুঁজি করে টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃদ্ধা নিজাম বলেন, নামাজ পড়ার সময় আমার এক লাখ টাকা পাঞ্জাবির পকেট থেকে চুরি হয়েছে। আমি তিন শতাংশ জমি, ৩ লাখ টাকায় বিক্রি করি । এর মধ্যে এক লাখ টাকার এক বান্ডিল নোট চুরি হয়েছে। টাকা হাতিয়ে দিশেহারা বৃদ্ধা শুধু আফসোস করতে থাকে। নামাজের সময় কে-বা কারা টাকার বান্ডিলটা নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাই নাই। স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদে নামাজরত অবস্থায় টাকা চুরি বিষয়টি খুবই দুঃখজনক। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক খান বলেন, বিষয়টি শুনেছি তবে এই বিষয়ে কোন অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। কুমারখালী থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া ।
