কুমারখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৩
কুমারখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কুষ্টিয়ার কুমারখালীতে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. এহেতেশাম রেজা’র সাথে কুমারখালী উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কুমারখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কুমারখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, পৌর সভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, সাংবাদিক কে এম আর শাহীন, জাকের আলী শুভ, মিজানুর রহমান নয়ন ও মনোয়ার হোসেন, সাংবাদিক মোশারফ হোসেন সহ প্রমূখ।

সভায় বক্তারা বাল্যবিয়ে, মাদক ও দুর্নীতি ও অপসাংবাদিকতা প্রতিরোধ, সামাজিক অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়ন এবং পদ্মানদীতে ফেরি চলাচলসহ নানাবিদ বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

কুমারখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আলোচনা সভায় সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে, জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন , আমরা সবাই এই দেশের সন্তান। আমি এই জেলা বা উপজেলায় কাজ করছি। শুধু চোখ বন্ধ করে ভাবুন, আমরা যে সেবা এখানে দিবো। আমার আত্মীয় স্বজনরা সেই সেবা পাবে। আজকে প্রধানমন্ত্রী আমাদের কে অনেক সম্মানিত অবস্থান দিয়েছে। এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত।

আরও পড়ুন: