কুমারখালীতে দেবরের পুরুষাঙ্গ কেটে দিলেন ভাবি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে দেবরের পুরুষাঙ্গ কেটে দিলেন ভাবি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৫, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে  হেলাল উদ্দিন (৪২) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তারই ভাবি। গতকাল শুক্রবার (২৪ মে ) বিকেলে জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে  এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের গফুর শেখের ছেলে। আহতাবস্থায় হেলাল কে কুমারখালী ৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম। আহতের স্ত্রী  রানু বেগম বলেন, আমার ভাসুর জালাল ও তার স্ত্রী রোজিনা কাঁচি দিয়ে আমার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে এবং আমাকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে। তাদের সঙ্গে বসত বাড়তি যাতায়াতের পথ নিয়ে এই ঘটনা ঘটিয়েছে তারা। আমার স্বামীর পুরুষাঙ্গে ১০ টি সেলাই লেগেছে। তারা অবস্থা আশঙ্কাজনক মনে হচ্ছে। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আর এম ও এস এম সাঈদ সাকিব বলেন, হেলাল শেখ নামে এক জন রুগি রাত ৮ টা ১৫ মিনিটের দিকে। হাসপাতালে চিকিৎসার জন্য তার আত্মীয় স্বজন নিয়ে আসে।  রুগির পুরুষাঙ্গ বেশ  ক্ষতো হয়েছে । ক্ষতোটা বেশ বড়।  ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করার পর বিষয়টি সম্পর্কে জানা যাবে। কুমারখালী থানা অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম আকিব জানান, এই বিষয় শুনতে পেলাম এখন। আমি এখনো পর্যন্ত এ রকম কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।