কুমারখালীতে দুইদিনব্যাপী আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে দুইদিনব্যাপী আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৯, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নে অতীতের বিভিন্ন পদক্ষেপ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবার ক্রীড়া ক্ষেত্রেও প্রতিভাবান নারী খেলোয়াড় তৈরির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে দুইদিনব্যাপী আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ড. নাসের ফাউন্ডেশন দুইদিনব্যাপী এই নারী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে করেছে। গতকাল বৃহস্পতিবার(৮ জানুয়ারি) সকালে স্থানীয় এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির (ইউএসএ) কমিউনিকেশনস বিভাগের চেয়ারপার্সন ও  ড.  নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো: আবু নাসের।

এ সময় কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,  সাংবাদিক ও  স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের নারী ক্রিকেট দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। আজ শুক্রবার বিকালে এই নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পুরস্কার বিতরণ করবেন,  শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন। এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন,  অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মো: আব্দুর রাজ্জাক খান, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার,  সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সরোয়ার,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক।

এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশনস বিভাগের চেয়ারপার্সন ও  ড.  নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো: আবু নাসের। আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনকালে ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. আবু নাসের জানান, পদ্মা-গড়াই বিধৌত প্রাচীন জনপদ কুষ্টিয়ার কুমারখালীর উর্বর ভূমি থেকে প্রতিভাবান নারী খেলোয়াড় উঠে আসার সম্ভাবনা রয়েছে, যা জাতীয় দল গঠনের প্রক্রিয়াকে সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী। তাই শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নে অতীতের বিভিন্ন পদক্ষেপ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এখন থেকে ক্রীড়া ক্ষেত্রেও, বিশেষ করে নারীদের ক্রীড়ার মানোয়ন্ননে নাসের ফাউন্ডেশন নিয়মিতভাবে কাজ করতে চায়।