কুমারখালীতে তৃষ্ণার্ত পথচারীদের শরবত পান করালেন আবদুর রউফ এমপি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে তৃষ্ণার্ত পথচারীদের শরবত পান করালেন আবদুর রউফ এমপি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ চলছে তীব্র তাপদাহ। গরমে ওষ্ঠাগত মানুষ সহ প্রাণীকুল। তাই ভ্যানচালক, রিক্সা চালকসহ নানা শ্রেণি পেশার পথচারীদের কিছুটা স্বস্তি দিতে এবং তৃষ্ণা মিটাতে কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় এক হাজার জনকে শরবত পান করানো হয়েছে।কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফের উদ্যোগে বুধবার দুপুরে কুমারখালী হলবাজার এলাকায় পথচারীদের শরবত পান করানো হয়। একাজে দলীয় নেতাকর্মীরা সহযোগীতা করেন। অপরদিকে তীব্র তাপদাহে চলার পথে শরবত পান করতে পেরে খুশি পথচারীরা। সংসদ সদস্য আব্দুর রউফকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।