কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাংচুর - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাংচুর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৭, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মালবাহী ভ্যানে খড়ি নেওয়ার সময় ঘরের টিনের বেড়া ও বাড়ির প্রধান দরজা ভেঙে দিলে বাড়ির মালিক প্রতিবাদ করায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ১১ টার দিকে সদকী ইউনিয়নের বাটিকামারা গ্রামে মাহাবুব আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। ভুক্তভোগী মাহবুব আলম জানান, গত বুধবার বিকেলে আব্দুর রউফ ও মান্না নামের ব্যক্তি তার বাড়ি সংলগ্ন পারিবারিক রাস্তা দিয়ে ভ্যানে খড়ি নিয়ে যাওয়ার সময় তার বাড়ির প্রধান দরজা ও বসত ঘরের টিনের বেড়া ভেঙে ফেলে।

বিষয়টি নিয়ে তার বাবা শরিফুল ইসলাম আব্দুর রউফকে জিজ্ঞেস করলে রউফ তার বাবার ওপর চড়াও হয় এবং হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে রউফ ও মান্না সহ কয়েকজন পরিকল্পিত ভাবে রাতে তাদের বাড়িতে এসে হামলা ও ভাংচুর করে। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। সঠিক বিচার পেতে ইতিমধ্যে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।