কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৮, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে রানা শেখ  (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৭ মে) ভোর ৫ টার দিকে উপজেলার বাটিকামারা  জিজাবাগান  এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত রানা শেখ  উপজেলার তেবাড়িয়া ঝাউতলা গ্রামের আব্দুল মজিদের পুত্র বলে জানা গেছে। নিহতের বড় ভাই রিপন বলেন, ছোট কাল থেকে রানা মানসিক ভারসাম্যহীন। তাকে বাড়িতে আটকে রাখা হতো, কখন যে বাড়ি থেকে চলে এসেছে আমরা বুঝতে পারিনি। সকালে শুনতে পেলাম আমার ভাই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এ ব্যাপারে কুমারখালী রেল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিতহ রানা মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন এমন অভিযোগ তার পরিবারের। গতকাল সোমবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেরে আসা বেনাপোল গামী দ্রুতযান এক্সপ্রেস টেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই বিষয়ে রেল পুলিশকে  বলা হয়েছে তারা এসে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।