কুমারখালী প্রতিনিধি ॥ কারো হাতে লাঠি, কারো মুখে বাঁশি। মাথায় বাঁধা জাতীয় পতাকা বেঁধে কেউ আবার খালি হাতে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের দাঁয়িত্ব পালন করছেন প্রায় ১৩ জনের এক দল স্কাউট সদস্য। তারা যানচলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি হেলমেট ব্যবহার করা সহ নানা বিষয়ে সচেতন করছেন চলাচলকারীদের। গতকাল শনিবার (১০ আগস্ট) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কস্থ কুমারখালীর বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায়।
তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। স্কাউট সদস্যরা জানান, ছাত্র জনতার আন্দোলনে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগষ্ট দেশত্যাগ করেছেন। এতে সারাদেশে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার আতঙ্ক। সেজন্য যান চলাচল স্বাভাবিক করতে প্রায় ১৩ জন স্কাউট সদস্যরা সকাল থেকে ট্রাফিক পুলিশের দাঁয়িত্ব পালন করছেন।
এবিষয়ে স্কাউট সদস্য ফাবিহা ইবনাদ বলেন, চলমান পরিস্থিতিতে প্রশাসনকে মাঠে তেমন দেখা যাচ্ছেনা। সেজন্য আমরা সকালে বাজার মনিটারিং শেষে ট্রাফিক পুলিশের দাঁয়িত্ব পালন করছি। স্কাউট সদস্য হামজা বলেন, অনেকের মাথায় হেলমেট নেই। অধিকাংশ মানুষই অসচেতন। আমরা যানযট নিরোসনের পাশাপাশি সকল আইন মেনে চলার বিষয়ে সচেতন করছি। তাঁর ভাষ্য, পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত তারা মাঠে থাকবেন। এবিষয়ে বাসস্টান্ড এলাকার ব্যবসায়ী শাহিন আলী বলেন, এখানে কোনোদিন ট্রাফিক পুলিশ দেখিনি। এতে মানুষের অনেক ভোগান্তি হতো। তবে স্কাউটদের প্রশংসনীয় ভূমিকায় মানুষ স্বস্তিতে আছেন।
