কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে মিনিট্রাক ও ব্যাটারি চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার তরুন মোড়ের মধু’স ফ্যাশানের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামাড়া এলাকার রামীম হোসেন (২৮) পৌরসভার শেরকান্দী এলাকার মসলেম উদ্দীন (৫৬) স্থানীয়রা জানান, মিনি ট্রাক ও ব্যাটারি চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে তারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় ট্রাক চালক ও ট্রাক আটক করেছেন স্থানীয়রা। এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আকিবুল ইসলামের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
