কুমারখালীতে ট্রাক্টরের চাকার পিষ্ট হয়ে ঘুমন্ত হেল্পারের মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ট্রাক্টরের চাকার পিষ্ট হয়ে ঘুমন্ত হেল্পারের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৫, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে  সদকী ইউনিয়নের নন্দিগ্রামে মাটি ভর্তি ট্রাক্টরের চাকার নিচে পড়ে ট্রাক্টরের হেল্পার  নাহিদ (১৬) নিহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার সময় মহেন্দ্রপুর পদ্মা নদীর চর থেকে মাটি ভর্তি ট্রাক্টর নিয়ে সদকী ইউনিয়নের নন্দিগ্রামে যাওয়ার পথে নন্দিগ্রামের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্রাক্টরের উপর বসে থাকা হেল্পার নাহিদ ঘুমন্ত অবস্থায় পড়ে গিয়ে চলন্ত গাড়ি বড় চাকার নিচে পড়ে তার মৃত্যু হয়।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাহিদ ট্রাক্টরের হেলপার হিসেবে দায়িত্ব পালন করছিল। পথিমধ্যে উপজেলার সদকী ইউনিয়নের নন্দিগ্রামে  ট্রাক্টর   হঠাৎ ব্রেক করলে ছিটকে গিয়ে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনার পর নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

 

নিহত নাহিদ মহেন্দ্রপুর গ্রামের খানপাড়ার বিল্লালের ছেলে।ট্রাক্টরের ড্রাইভার একই গ্রামের হাজীপাড়ার মাহাতাব এর ছেলে সোহাগ (৩৫)। তবে স্থানীয়রা ড্রাইভারকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

 

কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম আকিব বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।