কুমারখালীতে জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৩১, ২০২৩
কুমারখালীতে জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জনসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে কুমারখালী বাসস্টান্ডের কর্মসূচির আয়োজন করে উপজেলা জাসদ।

কুমারখালীতে জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমারখালীতে জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমারখালীতে জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। তিনি বলেছেন, বিএনপি – জামাত হরতাল – অবরোধ করে ক্ষমতায় এসে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে চাই। কিন্তু গণমানুষের দল জাসদ তা কখনই হতে দেবেনা। ১৪ দলীয় জোট সরকার শেখ হাসিনার অধিনে সংবিধাণ অনুযায়ী যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেছেন, দেশী – বিদেশী ষড়যন্ত্র প্রতিহত করে আগুন – সন্ত্রাসী জামাত – বিএনপির চক্রকে প্রতিহত করতে হবে। বাজার সিন্ডিকেট ধ্বংস করে নিত্যপণ্যের দাম কমাতে হবে।

উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসীন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, কুমারখালী উপজেলা জাসদের সহ সভাপতি আশরাফুল হক ও সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাসসহ প্রমূখ।