কুমারখালীতে জামায়াতের বিশাল শান্তি সমাবেশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জামায়াতের বিশাল শান্তি সমাবেশ  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৭, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বিকাল ৪ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌরসভার হলবাজারে এসে জমায়েত হতে থাকে।

বিকাল ৫টার সময় হলবাজারের বকচত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশ বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আত্তাব হসাইন, নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফলাল হুসাইন, সেক্রেটারি আব্দুল হাকিম, সহকারী সেক্রেটারি শামসের হোসেন, পৌর আমীর রবিউল ইসলাম, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারখালী থানা (উঃ) শিবিরের সভাপতির ইসরাইল হুসাইনসহ উপজেলার জমায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সেসময় বক্তরা সকলে শান্ত থেকে সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান।