কুমারখালীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৩, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল শনিবার (২ নভেম্বর) সকাল ১০-৩০ মিঃ কুমারখালী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবায় পতাকা  উত্তোলন করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যর মধ্যে দিয়ে ১০-৩০ মিঃ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ, কুমারখালী, কুষ্টিয়া এর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ জহুরা খানম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুমারখালী, এস এম মিকাইল ইসলাম।

আলোচনা সভার শুরুতেই স্বাগত  বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা, কুমারখালী, মোছাঃ জহুরা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিঃ (ভূমি) কুমারখালী, আমিরুল আরাফাত, কল্যানপুর মৃৎশিল্প লিঃ এর পরিচালক  বটকৃঞ্চ পাল। এ ছাড়াও বক্তব্য রাখেন ইচ্ছে সমবায় সমিতির সভাপতি মেরিনা আক্তার মিনা, রুপসী বাংলা সমবায় সমিতির শিশির কুমার বিশ্বাস প্রমুখ। এ সময় সমবায় অফিসের কর্মকর্তা কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন বনফুল সমবায় সমিতির সভাপতি আইনুল হক। অনুষ্ঠান শেষে ৩ জন সমবায়ীকে সন্মমনা ক্রেষ্ট ও  ৩ জন সমবায়ীকে ঋন হিসাবে ৪৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।