কুমারখালী প্রতিনিধি ॥ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে গতকাল বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ গেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের পুকরে ২০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এক আলোচনা সভা শেষে সফল দুইজন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় এমপির প্রতিনিধি আওয়ামী লীগ নেতা শেখ আলতাফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেশ হোসেন প্রমুখ। আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জ্যেষ্ঠা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, দেশে জনসংখ্যা বাড়লেও জমির পরিমান একই। সুতরাং বর্ধিত মানুষের আমিষের চাহিদা পূরণে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে অল্প জমিতে অধিক মাছ উৎপাদন করতে হবে।
