কুমারখালী প্রতিনিধি ॥ স্মার্ট লিগ্যাল , স্মার্ট দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় আইনি সহয়তা দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহম্মদ আলীর সঞালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম লালু , সহকারি কমিশনার ভূমি আমিরুল আরাফাত , মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন , বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ প্রমুখ ।
