মোশারফ হোসেন ॥ নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পরে কুষ্টিয়ার কুমারখালীর সেই আড়াই মাস বয়সি শিশু ইসরাফিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১২ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের বুড়িমারা বিল থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। বিলটি তাঁর নানাবাড়ি থেকে প্রায় ৬০০ মিটার দুরে (পূর্বদিকে)।
সে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের কৃষক জিয়াউর রহমান ও গৃহিনী রেহেনা দম্পতির সন্তান। তাঁদের দম্পত্তত জীবনে তিন কন্যা সন্তানের পর একমাত্র ছেলে সন্তান ছিল ইসরাফিল।
গত সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের নানা মোহন মণ্ডলের ঘর থেকে ঘুমন্ত অবস্থায় শিশুটির চুরির ঘটনা ঘটেছিল। এঘটনায় গত মঙ্গলবার সকালে কুমারখালী থানায় অজ্ঞাতদের নামে শিশু চুরির মামলা করেন শিশুটির বাবা।
পুলিশ, স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার সকাল ১১ টার দিকে গৃহিনী রেহেনা খাতুন আড়াই মাস বয়সি একমাত্র ছেলে সন্তান নিয়ে বাবা মোহন মণ্ডলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতে শিশু ইসরাফিল, মা রেহেনা ও নানী রেনু খাতুন দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ রাত ১০ টার দিকে ঘুম ভেঙে মা রেহেনা দেখেন, তাঁর পাশে সন্তানটি নেই। সেসময় তিনি চিৎকার করে উঠলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার মাইকিং করা হয় এবং থানায় মামলা করেন তাঁর বাবা। গতকাল বুধবার বিকেলে নানাবাড়ি থেকে প্রায় ৬০০ মিটার দুরে বুড়িমারা বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সরেজমিন গিয়ে দেখা যায়, পাটক্ষেতের পাশে ফাঁকা মাঠে পড়ে আছে শিশুটির মরদেহ। শরীরের একাধিক স্থানে রক্তমাখা ক্ষত। উৎসুক জনতা ও স্বজনদের ভিড়। কান্নায় ভেঙে তাঁরা।
এসময় বাবা জিয়াউর রহমান বলেন, ‘ পায়ে রক্ত জমে আছে। মনে হচ্ছে গরু খালা করে মারেছে। আমিতো কাউকে দেখিনি। তবে আমার আল্লাহ এর বিচার করবে। তিনি থানায় মামলা করেছেন। তবে এবিষয়ে কোনো কথা বলতে পারেননি শোকে মাতম মা রেহেনা খাতুন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষকের ভাষ্য, আড়াই মাসের শিশু তো হাটতে পারেনা। সে কিভাবে মাঠে যাবে বা হারাবে। ওকে শত্রুতা করে খুন করা হয়েছে।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে মাঠ থেকে শিশুটির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি আরো জানান, মরদেহটি সনাক্ত করেছেন শিশুটির স্বজনরা। এঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
