কুমারখালীতে গরুর ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে গরুর ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৫, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালী বিভিন্ন পয়েন্টে গরুর ট্রাক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। শ্রমিক সংগঠন ও পৌরসভার নামে গরুর ট্রাক থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে বলে জানান ট্রাক ড্রাইভার ও গরু ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাকচালক ও বেপারিরা জানান, এখন পুলিশ টাকা না নিলেও শ্রমিক সংগঠনের লোক ও এলাকা বিভিন্ন যুবরা টাকা নিচ্ছে।  নীরবে চাঁদাবাজি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।

গত বৃহস্পতিবার রাতে সরোজমিনে গিয়ে দেখা যায়, শহীদ গোলাম কিবরিয়া সেতু হতে তরুণ পর্যন্ত  গরুর গাড়ি হতে তিনটি স্থানে টাকা তুলছে কিছু যুবক। এই বিষয়ে তারা বলেন, পৌর সভার ইজারা তোলা হচ্ছে। কেউ আবার বলছে শ্রমিক সংগঠনের নাম। গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা তোলা হচ্ছে।

কুমারখালী পৌর সভার প্যানেল মেয়র এস, এম রফিক বলেন, পৌরসভা শুধু মাত্র বাসটার্মিনাল ও পৌর এলাকার মধ্যে লোড-আনলোড এর টাকা নিতে পারবে। এর বাইরে কেউ টাকা তুলতে পারবেনা।

গরু নিয়ে আসা ট্রাকচালক আশরাফ  বলেন, পান্টি থেকে ৩০ হাজার টাকা চুক্তিতে ১৫টি গরু নিয়ে এসেছি। রাস্তায় কয়েকটি স্পটে  টাকা দিতে হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম আকিব বলেন, আমরা বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।