কুমারখালীতে ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৫, ২০২৪

মোশারফ হোসেন \\ কুষ্টিয়া কুমারখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৪ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর হক এর সভাপতিত্বে প্রস্তুুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম আকিব। এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তাগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।