কুমারখালীতে ঐতিহাসিক (১৭ এপ্রিল) মুজিবনগর দিবস উদযাপন
কুমারখালীতে ঐতিহাসিক (১৭ এপ্রিল) মুজিবনগর দিবস উদযাপন। সোমবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।

কুমারখালীতে ঐতিহাসিক (১৭ এপ্রিল) মুজিবনগর দিবস উদযাপন
ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, উপজেলা নাগরিক কমিটির সভাপতি মো. আকরাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

