মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুদের উদ্যোগে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার (৩ এপ্রিল) বিকালে খয়ের চারা প্রতিবন্ধী সংগঠনের অফিসে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতি বছরে শহরের বিভিন্ন স্থানে দুস্থ অসহায় ও ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ করে থাকে এই সংগঠনটি। এরই ধারাবাহিকতায় গতকাল বিকালে দুস্থ পথচারী ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করেছে সংগঠনটি। প্রায় শতাধিক দুস্থ পথচারীর ও প্রতিবন্ধীদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের সভাপতি সুকুমার বিশ্বাস, ইফতার বিতরণ কার্যক্রম সংগঠনের পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রায় তিন বছর যাবৎ সংগঠনটি শহরের বিভিন্ন স্থানে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে তারা জানান।
