মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কুমারখালী উপজেলা শাখা’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (৩ এপ্রিল) এলংগী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মেজবাহুর রহমান শিমুল, নির্বাহী সভাপতি খোন্দকার সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, আঃ ছালাম সহ কর্মচারীবৃন্দ, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। ইফতারের আগে প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত, অসুস্থ শিক্ষকদের জন্য সুস্থ্যতা কামনা, দেশের শান্তি-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
