কুমারখালীতে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৮, ২০২৫

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০ টার সময় সাংবাদিক কাঙাল হরিনাথ অডিটোরিয়ামে এই যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইসলামী যুব আন্দোলনের কুমারখালী শাখার সভাপতি, হাফেজ ক্বারী খালিত সাইফুল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সঞ্চালনায়। প্রধান অতিথি ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী আলহাজ্ব শেখ মুহাম্মদ মারুফ, প্রধান মেহমান ছিলেন,

কুষ্টিয়া -৪ আসনের ইসলামী আন্দোলন সংসদ সদস্য প্রার্থী, আলহাজ্ব আনোয়ার খাঁ, বিশেষ মেহমান ছিলেন, ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি, জি এম তাওহীদ আনোয়ার। অতিথিবৃন্দ নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ইসলামী আদর্শভিত্তিক নৈতিক ও সুশিক্ষিত সমাজ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শবান ও সৎ নেতৃত্বের মাধ্যমেই যুবকরাই পারে দেশ ও জাতিকে কল্যাণের পথে এগিয়ে নিতে। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, নবাগত সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।