কুমারখালীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৭, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে  ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার  সময় কুমারখালী পৌর বাসটার্মিনালে  এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে  ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ গোলাম সরোয়ার এর সভাপতিত্বে, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা শাখার সভাপতি ইসলামী আন্দোলন  , বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী, প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাধারণ সম্পাদক জেলা শাখা, জি.এম তাওহিদ আনোয়ার, উপস্থিত ছিলেন, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি,মুফতি মোঃ মিজানুর রহমান, উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি, মাওঃ মুহাম্মদ আব্দুল মালেক,  ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ এনামুল হক,  ইসলামী যুব আন্দোলন জেলা শাখা সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ তাওহিদুল ইসলাম, উপজেলা  উলামা পরিষদ সাধারণ সম্পাদক, মাওলানা মুফতি আব্দুস সালাম প্রমুখ।

উক্ত সমাবেশে বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন।