মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান এর আনারস মার্কা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯ টার সময় কুমারখালী পৌর এলাকার ঝাউতলা নামক স্থানে এই পথ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তরিকুল ইসলাম নেওয়াজ এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, আব্দুর রউফ এমপির সহধর্মিণী জান্নাতুল নাহার উর্মি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ দত্ত, কুমারখালী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল রাজ্জাক খান, আওয়ামীলীগ নেতা জাকারিয়া খান জেমস প্রমুখ। জনসভায় সর্বস্তরের জনগণ ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা সভায় যোগদেন। জনসভা উপলক্ষে পৌর বিভিন্ন এলাকা থেকে ছোট – ছোট মিছিল নিয়ে আনে নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা। তারা উপজেলা নির্বাচনে আনারস মার্কায় ভোট দিয়ে ২১ মে তারিখে আব্দুল মান্নান খান কে জয়লাভ করানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় শ’ শ’ নেতাকর্মী আনারস মার্কার শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে চারপাশ।
