কুষ্টিয়ার কুমারখালীতে ৩০০ জন অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ” ডাক শুনিলেই আসিব, যত দুরে থাকি মোরা, শতবাঁধা পেরিয়ে ” এই শ্লোগানে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ” মানব সেবায় আমরা ” নামের স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। তিনি বলেছেন, কুমারখালী – খোকসায় আবার উন্নয়ন কাজ শুরু হবে। ইতিমধ্যে সেই কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকার মানেই দেশের উন্নয়ন। মানুষের ভাগ্যবদল। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। ‘মানব সেবায় আমরা ‘ সংগঠনের সভাপতি টিপু সুলতান খানের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু, আওয়ামী লীগ নেতা জাকারিয়া খান জেমস, ছাত্রলীগ নেতা কাজল শেখসহ প্রমূখ।
