কুমারখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার (১৩ অক্টোবর) সকালে কুমারখালী উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান গেটে এসে সমবেত হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন কুমারখালীকুষ্টিয়া আয়োজিত 

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যর মধ্যে দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিঃ (ভূমি) কুমারখালী, আমিরুল  আরাফাত। এ সময় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কেএম আর শাহিন, দৈনিক চিত্র কুমারখালী খোকসা প্রতিনিধি আবু দাউদ রিপন, সাংবাদিক জাকের আলী শুভ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্কুলের ছাত্র ছাত্রী,  পি আইও অফিসের কর্মচারী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।