কুষ্টিয়ার কুমারখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর রান্নাঘর ও গবাদিপশু পুড়ে ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে চাঁদপুর ইউনিয়নের গবরা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক শরিফুল জানান, সকাল ১১টার দিকে রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে বসত ঘর ও গোয়ালে আগুন লেগে যায়। এসময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ২ টি গরু আগুনে পুড়ে মারা যায়। এসময় রান্না ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এবং বসতঘরের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। আগুনে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষার জানান, অগ্নিকান্ডে হবিবর রহমানের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা চলছে।
