এম আর নয়ন, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার কুমারখালীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৩ ব্যবসায়ীকে ৩৬ বান্ডিল ঢেউটিনসহ সাড়ে তিন লাখ টাকার নির্মাণ সামগ্রী প্রদান করেছেন আলহাজ্ব আনোয়ার খান। তিনি কুষ্টিয়া ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত এমপি প্রার্থী। গতকাল বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বাগুলাট ইউনিয়নের খাল বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের এই মানবিক সহায়তা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনে বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম তৌহিদ আনোয়ার, বাগুলাট ইউনিয়নের সভাপতি হাফেজ হাসান মাহমুদ, খালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ। ব্যবসায়ীদের ভাষ্য, ২৭ অক্টোবর উপজেলার বাগুলাট ইউনিয়নের খাল বাজারের মো. আজিজের সার, কীটনাশক ও জ্বালানি তেলের দোকান থেকে বেলা ১১টার দিকে ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত দোকানের শাটার ভেঙে ঢুকে দেখা যায় তেলের ড্রামের পাশেই আগুনের ফুলকি। ব্যবসায়ীরা সেখানে পানি ঢালতেই আগুন তীব্র আকার ধারণ করে।
এক মিনিটের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৩টি দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের দোকানঘর, মালপত্রসহ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এ বিষয়ে খালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানান, আগুনের কারণে নিঃস্ব হয়েছে ১৩ ব্যবসায়ী। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। লিখিত আবেদন করেও সরকারি সহযোগীতা পাওয়া যায়নি। আজ এমপি প্রার্থী ৩৬ বান্ডিল টিনসহ ঘর নির্মাণের বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছেন।
এতে খুশি ব্যবসায়ীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া ৪ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব আনোয়ার খান জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নবীজি (সঃ) এর শিক্ষা। ব্যবসায়ীরা যেন ঘুরে দাঁড়ান, তাই সাধ্যমত চেষ্টা করেছি। ইউএনও এসএম মিকাইল ইসলাম বলেন, লিখিত আবেদন পাওয়া গেছে। সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।
