কুমারখালীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর পাড় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির এক হাত ভাঙা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার লোহার রেলসেতুর নিচ থেকে মমরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫-৫০ বছর। মৃত ব্যক্তি পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং কাল রঙের কোর্ট রয়েছে। বাম হাত ভাঙা, মুখ ও পাঁয়ে ক্ষত চিহ্ন রয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, গড়াই নদীপাড়ের উপর হয়ে পড়ে আছে মরদেহটি। মরদেহটি ঘিরে উৎসুক জনতা ভিড় করেছেন।

কাজ করছেন থানা পুলিশ। মরদেহটি এক হাত ভাঙা, পাঁ ও মুখে রক্তাক্ত ক্ষত। এসময় স্থানীয় বাসিন্দা সুরজ হোসেন বলেন, রেল সেতুর নিচে সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। তার ধারণা, অজ্ঞাত ব্যক্তিটি ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটেছে। কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, খবর পেয়ে ৪৫-৫০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং কাল রঙের কোট রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ক্ষত আছে। এটি দুর্ঘটনা, নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বলা যাবে। তার ভাষ্য, রোববারের রাতের কোন এক ট্রেনে চলার সময় এ ঘটনা ঘটতে পারে।