কুষ্টিয়ায় ফেয়ার এর আয়োজনে কুতথ্য-সচেতনতা ও কুতথ্যবিরোধী সক্রিয়তা শীর্ষক সেমিনার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ফেয়ার এর আয়োজনে কুতথ্য-সচেতনতা ও কুতথ্যবিরোধী সক্রিয়তা শীর্ষক সেমিনার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০২৩
কুষ্টিয়ায় ফেয়ার এর আয়োজনে কুতথ্য-সচেতনতা ও কুতথ্যবিরোধী সক্রিয়তা শীর্ষক সেমিনার

রবিবার ফেয়ার, কুষ্টিয়া এর আয়োজনে ফেয়ার সেমিনার কক্ষে কুতথ্য-সচেতনতা ও কুতথ্যবিরোধী সক্রিয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ফেয়ার এর চেয়ারম্যান অ্যাড. মঞ্জুরী বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বিষয়বস্তুর উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার।

কুষ্টিয়ায় ফেয়ার এর আয়োজনে কুতথ্য-সচেতনতা ও কুতথ্যবিরোধী সক্রিয়তা শীর্ষক সেমিনার

কুষ্টিয়ায় ফেয়ার এর আয়োজনে কুতথ্য-সচেতনতা ও কুতথ্যবিরোধী সক্রিয়তা শীর্ষক সেমিনার

কুষ্টিয়ায় ফেয়ার এর আয়োজনে কুতথ্য-সচেতনতা ও কুতথ্যবিরোধী সক্রিয়তা শীর্ষক সেমিনার

সেমিনারে মূল বক্তা শান্তুনু মজুমদার বলেন, ‘‘যুগ যুগ ধরে কুতথ্যের চর্চা ছিলো, এখনও আছে কিন্তু বর্তমান ডিজিটাল কুতথ্য মানুষের মনোজগতে নেতিবাচক প্রভাব ফেলছে’’। তিনি আরো বলেন, ‘‘সমাজে কুতথ্যের ব্যাপক চাহিদা রয়েছে যার কারণে এর উৎপাদনও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে’’। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপায় হিসেবে প্রথমে নিজেকে এর থেকে বিরত রাখার উপায় হিসেবে বলেন, ‘‘ডিজিটাল কোন কন্টেন শেয়ার না করে এর সত্যতা যাচাই করে নিশ্চিত হওয়া’’ এবং সামাজিক মাধ্যমে নিউজ না দেখে মূল ধারার মিডিয়ায় নিউজ দেখার পরামর্শ দেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

’’ সেমিনারে কুষ্টিয়া সরকারি কলেজ এর সাবেক অধ্যাপক অজয় কুমারসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তব্য উপস্থাপন করেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী ও আনোয়ার বাবু, সাংবাদিক হাসান আলী ও শরীফ বিশ্বাস, আইনজীবী সিরাজ প্রামানিক ও সোহেলী পারভীন ঝুমুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শরীফ নূরজাহান ও কলেজ শিক্ষক ওবায়দুর রহমান। সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। তিনি সকলকে কুতথ্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

আরও পড়ুন: