সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কিরাআত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কিরাআত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২১, ২০২৪

কুমারখালী ও খোকসার কিরাআত প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কৃত করলো সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশন

পবিত্র মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিতব্য কুমারখালী – খোকসা উপজেলাতে মাস ব্যাপী কিরাআত প্রতিযোগিতার বাছাইপর্ব শেষে চুড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ গতকাল ২০ জুন (বৃহস্পতিবার) কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে।

সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার, বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, আওয়ামীলীগ নেতা জাকারিয়া খান জেমস প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কুমারখালী মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে কিরাআত, গজল, হামদ ও নাত পরিবেশন করে।
প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ী মোট ৭২ জনকে নগদ অর্থ, কোরআন শরীফ ও সনদপত্র প্রদান করা হয়।

কুমারখালী-খোকসার ২০ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রথম স্থান অধিকারীদের ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীদের মাঝে ৭ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ৫ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়।
এই সময় ৮ জন বিচারক মন্ডলীকে সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এমপি আব্দুর রউফ তার বক্তব্যে বলেন, সুফি ওয়েলফেয়ার এর চেয়ারম্যান সুফি ফারুক ইবনে আবুবকর তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করে। তারই অংশ হিসেবে কিরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বুদ্ধিমত্তার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরেছে এবং তাদের সক্ষমতা উন্নত করতে পেরেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটেছে।এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সাহস বাড়াতে সাহায্য করেছে, যা তাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রধান বক্তা কবির বিন আনোয়ার তার বক্তব্যে বলেন, মুসলিম বণিক সম্প্রদায়ের মাধ্যমেই সর্বপ্রথম বাংলাদেশে ইসলামের সূচনা হয় এবং প্রচার, প্রসার ও প্রতিষ্ঠা লাভ করে সুফি সাধকদের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক নিষ্ঠার ফলে। আরব, ইয়েমেন, ইরাক, ইরান, খোরাসান, মধ্য এশিয়া ও উত্তর ভারত থেকে সুফীগণ বাংলায় আগমন করেন। ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে তারা এক অবিস্মরণীয় অবদান রাখেন। তাঁদের চারিত্রিক মাধুর্যে উজ্জীবিত হয়ে হিন্দু ও অন্যান্য সম্প্রদায় দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়।সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে তার একাত্মতা প্রকাশ করেন।

সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর তার বক্তব্যে বলেন, ধর্মচর্চার মধ্য দিয়ে মানুষ অপরাধ প্রবণতা থেকে দূরে থাকে। ধর্মচর্চা মানুষকে শুদ্ধ করে। আমাদের প্রত্যেকের পরিবার থেকেই শিশু কিশোরদের ধর্মচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। তবেই সে সমাজে মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
তিনি আরো বলেন, মহান আল্লাহ মানুষকে জ্ঞান অর্জনের উপযোগী করেই সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনের প্রথম নির্দেশ- পড়। দ্বিতীয় নির্দেশও পড়। মুসলিম মাত্রই পড়া নির্ভর জাতি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ‘পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন’ (সূরা আলাক : ১)। পড়ার মাধ্যমেই জ্ঞান অর্জন হয়। সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশন সব সময় আপনাদের পাশে আছে থাকবে “ইনশাআল্লাহ”। সামনে আরো বড় পরিসরে এমন আয়োজন করতে পারি, সেই দোয়া চাই আপনাদের কাছে।

।।।বিজয়ীদের নামের তালিকা।।।

কুমারখালী উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন মোছাঃ খাদিজা খাতুন, সাদীপুর আলিম মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন, মোঃ আবু বকর, সদরপুর মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ আবু সাঈদ, জবালেনুর রসনিবাহার হাফিজিয়া মাদ্রাসা,

খোকসা উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন, মোঃ ইয়াসিন হোসেন, সোমসপুর হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন, মোঃ আমির হামজা, মোড়াগাছা হাফিজিয়া মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ মহব্বত আলী, বেতবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা।

ইউনিয়ন ভিত্তিক সেরাদের নামের তালিকাঃ

বাগুলাট ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ আলিফ শেখ, ভড়ুয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ মুস্তাক হোসেন , সুফিয়া মহিউদ্দিন কওমি মাদ্রাসা নিতাইলপাড়া, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ শওকত আলী, সুফিয়া মহিউদ্দিন কওমি মাদ্রাসা নিতাইলপাড়া ।

পান্টি ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন, মোঃ আবু সাঈদ , জাবালেনুর রসনিবাহার হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ জিহাদুল ইসলাম,পান্টি হাফিজিয়া মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মিরাজুল ইসলাম, পান্টি হাফিজিয়া মাদ্রাসা।
চাঁদপুর ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন, জিহাদ হোসেন, বরইচারা , দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ জিহাদ, চাঁদপুর, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ সাব্বির হোসেন, বরইচারা।

চাপড়া ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ তানজিল আহমেদ, ভাড়ালা, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ জিহাদ হোসেন , ভিসিডি মাধ্যমিক বিদ্যালয় , ভাড়রা, দ্বিতীয় স্থান অধিকার করেন মোছাঃ মিথি খাতুন, ভিসিডি মাধ্যমিক বিদ্যালয় ভাড়রা,

যদুবয়রা ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ তৌফিক আহমেদ, জোতমোড়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ আশরাফুল, যদুবয়রা হাফিজিয়া মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ সাদিকুর রহমান, জোতমোড়া মাদ্রাসা।

কয়া ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ ইব্রাহিম, আবুল আযাহার হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন রিয়াদ ইসলাম, আবুল আযাহার হাফিজিয়া মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন, মোঃ নাঈম ইসলাম, আবুল আযহার হাফিজিয়া মাদ্রাসা।

শিলাইদহ ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ সাকিব আল হাসান, দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা শিলাইদহ, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ আরাফাত ইসলাম, জাহেদপুর মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ খলিলুল্লাহ , দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা।

নন্দলালপুর ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন আবু বক্কর, সদরপুর মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন ইব্রাহিম খলিল, সদরপুর মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন আব্দুর রহিম, একই মাদ্রাসা।

জগনাথপুর ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ নাইম হুসাইন , হোগলা হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ কাউসার, একই মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ রাতুল, একই মাদ্রাসা।

সদকী ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন, মোঃ মিজানুর রহমান, দারুল কুরআন মাদ্রাসা সদকী, দ্বিতীয় স্থান অধিকার করেন, মোঃ জুবায়ের ইসলাম, একই মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ সাজিদ হোসেন, একই মাদ্রাসা।

কুমারখালী পৌরসভার মধ্যে প্রথম স্থান অধিকার করেন মোঃ আব্দুল্লাহ, খয়ের চারা আলহেরা মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ নাফিস, একই মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ রুহান, একই মাদ্রাসা।

চরসাদিপুর ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোছাঃ খাদিজা খাতুন, সাদীপুর আলী মাদ্রাসা, স্থান অধিকার করেন মোঃ সামসুল ইসলাম, একই মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ শাহানুর একই মাদ্রাসা।

খোকসা ইউনিয়ন ভিত্তিক সেরাদের নামের তালিকাঃ

খোকসা পৌরসভার মধ্যে প্রথম স্থান অধিকার করেন মোঃ ওহিদুজ্জামান, মডেল হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ রিজাউল ইসলাম, মডেল হাফিজিয়া মাদ্রাসা, তৃতীয় স্থানে অধিকার করেন
মোঃ ইব্রাহিম, খোকসা কওমি মাদ্রাসা।

খোকসা ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ আমির হামজা,মোড়াগাছা হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন রেজওয়ান, একই মাদ্রাসা , তৃতীয় স্থান অধিকার করেন আব্দুল্লাহ, আল ইকরা হাফিজিয়া মাদ্রাসা।

ওসমানপুর ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ আব্দুর রহমান, রমনাথপুর হাফেজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন সাব্বির হোসেন, একই মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ রাতুল, কোমরভোগ হাফিজিয়া মাদ্রাসা।

বেতবাড়িয়া ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ মহব্বত আলী, বেতবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ শিয়াব হোসেন, মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মোঃ সোহেল, একই মাদ্রাসা।

জানিপুর ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ ওয়াজেদ আলী, একতারপুর হাফেজিয়া মাদ্রাসা,
দ্বিতীয় স্থান অধিকার করেন আব্দুস সুবাহান, একই মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মুরাদ আলী, একই মাদ্রাসা।

শিমুলিয়া ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ তাহমিদ হোসেন, বিলজিনি দাখিল মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন মোছাঃ বুসরা খাতুন, শিমুলিয়া মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন ওমর ফারুক, মালিগ্রাম দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসা।

সোমসপুর ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ ইয়ামিন হোসেন, সোমসপুর হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন জুবায়ের হাসান , একই মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন ওমর ফারুক, একই মাদ্রাসা।

গোপগ্ৰাম ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ সোহানুর রহমান, গোপগ্ৰাম দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন বায়জিদ হোসেন, একই মাদ্রাসা , তৃতীয় স্থান অধিকার করেন মোঃ রাশেদ একই মাদ্রাসা।

জয়ন্তী হাজরা ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ আলিফ, জয়ন্তী হাজরা হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ নওফেল, একই মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ ইমাম হোসেন, একই মাদ্রাসা।

আমবাড়িয়া ইউনিয়নেঃ প্রথম স্থান অধিকার করেন মোঃ জুয়েল রানা, আমবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেন ইমদাদুল হক, একই মাদ্রাসা, তৃতীয় স্থান অধিকার করে তুষার আহমেদ, একই মাদ্রাসা।